• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে পলাতক আসামী দুই জন গ্রেপ্তার

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ১২:৪৬:৩৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী লেবু (৫০) ও আনাই (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শফিকুল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই শফিকুল ইসলাম সহ একদল পুলিশ ১৬ ই ডিসেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার

    কেশবপুর গ্রাম নিবাসী মৃত হুসমত আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আনাই মিয়া (৫৫) ও লেবু মিয়া (৫০) কে গ্রেপ্তার করে। আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের আজ ১৭ ই ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content