প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ২:২৯:১৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মুচি সম্প্রদায়ের পুণর্বাসন ও সড়ক সুরক্ষার দাবীতে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সভার সংবাদ প্রকাশ করায় এ প্রতিবেদক শামীম আহমদ তালুকদারকে হুমকি দিয়েছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ। রোববার রাত আনুমানিক ১০টার দিকে এ প্রতিবেদক তথ্য জানার জন্য মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ হুমকি প্রদান করেন। এসময় এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ এ প্রতিবেদককে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন।
জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়েনে ভটের খাল নদীর ভয়াবহ ভাঙনে মুচি সম্প্রদায়ের ঘর-বাড়ি ও এলজিইডির ৫০০ মিটার পাকা সড়ক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যার ফলে চরম দূর্ভোগে পড়েছেন স্কুল কলেজ ও মাদাসার শিক্ষার্থীরাসহ অর্ধশতাধিক গ্রামের লোকজন। মুচি সম্প্রদায়ের পুণর্বাসন ও সড়ক সুরক্ষার দাবীতে বুধবার (৩০ নভেম্বর) ভটের খাল নদীর ভাঙন কবলিত এলাকায় গোবিন্দগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এক সভা অনুষ্টিত হয়। এই সংবাদটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রকাশ পায়। এর পর গত ৭ ডিসেম্ভর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ এ প্রতিবেদকের মুঠোফোনে কল করে রাস্তার সংবাদের বিষয়ে জানতে চান। এই রাস্তা কোনটি তিনি বুঝতে পারছেন না। এ প্রতিবেদক রাস্তার বিবরণ জানান। এ সময় এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ বলেন এ বিষয়টি অনেক উপরের লেভেলে চলে গেছে। ফ্লাড ডেমেজ প্রজেক্ট থেকে ৫০০ মিটার সড়ক সুরক্ষার কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী জানুয়ারী মাসের মধ্যে এস্টিমেট পাঠানো হবে। এবং খুব শিঘ্রি তিনি পরিদর্শন করবেন বলে জানান।
পরে “ছাতকের ভটের খাল নদীর তীর সড়ক সুরক্ষায় প্রকল্প গ্রহন, প্রধানমন্ত্রীর দৃষ্টি কেড়েছে শিশু বক্তা” শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ ও প্রকাশিত হয়। রোববার এ প্রতিবেদক তথ্য জানার জন্য এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অদৃশ্য কারনে এ প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় তিনি বলেন আমি পরিদর্শন করলেই যে রাস্তার কাজ হয়ে যাবে তা না। এ প্রতিবেদককে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে তিনি আখ্যায়িত করেন।
উল্লখ্য: এ প্রতিবদেক শামীম আহমদ তালুকদার জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিন” দি “ডেইলি নিউজ মেইল” পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি, সেবা শান্তি প্রগতির ধারক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ছাতক উপজেলা শাথার প্রতিষ্টাতা আহবায়ক।
এ বিষয়ে এ প্রতিবেদক শামীম আহমদ তালুকদার বলেন, প্রকাশিত সংবাদে মাদার অফ হিউম্যিানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে এলাকাবাসীর দাবী তুলে ধরা হয়েছে। এলজিইডি প্রকৌশলী আফছর আহমেদ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতা বিরোধী ও সুবিদাভোগী কতিপয় মুখোশধারী দালালদের ইন্ধনে আমার বিরুদ্ধে মিথ্যা মানহানীকর মন্তব্য করেছেন। অবশ্যই তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যতায় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।