প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২২ , ৬:০৪:০৩ অনলাইন সংস্করণ
এস এম উমেদ আলীঃ দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান!
ডাক্তার বশির চৌধুরীর সভাপতিত্বে মোঃ সুমন চৌধুরীর পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেনঃডাক্তার আব্দুররহমান, মোঃ আজমল খান, মোঃ সাদিকুর রহমান, মোঃ আলামিয়া, হারুনুর রশীদ,মোঃ মাসুক মিয়া, হুমায়ূন আজাদ চৌধুরী,মোঃ আব্দুল তাহিদ, এস এম উমেদ আলী, সৈয়দ নাজমুল হুদা কিবরিয়া প্রমুখ!
উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুব সমাজ! আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক জেলা প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। যদি আপনারা উন্নয়ন চান। কথার ফুলঝুরি নয়, হচ্ছে হবে এমন নেতাকে পরিহার করে আগামীতে উন্নয়নের জন্য কামলাকে নির্বাচিত করুন, উন্নয়ন বঞ্চিত এলাকায় উন্নয়ন হবে। তিনি সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, সারাদেশে উন্নয়ন হচ্ছে,তবে দিরাই শাল্লা কেন উন্নয়ন থেকে বঞ্চিত! সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন হবেনা, তিনি পিআইসি নিয়ে ও কড়া সমালোচনা করেন।
তিনি আরো বলেন,যদি জনগণ আমাকে চায় তাহলে আমি উন্নয়নের জন্য কামলা হিসেবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আসব!