• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ৯:৫১:৫১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ইং উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিসি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সুনামগঞ্জে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা -২০২২ইং উপলক্ষে ১৮ ই নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

    এসময় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ মোহাম্মদ এহ্সান শাহ, স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ( এলজিইডি) মোঃ মাহবুব আলম প্রমুখ।

    পরে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ও অতিথি বৃন্দ ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর মেলার স্টল পরিদর্শন করেন। এসময়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content