প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ১২:১০:১১ অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এসেছেন মামুন খান।
তিনি সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন। এর আগে তিনি ফরিদপুর, খুলনা, বরিশালসহ বিএনপির অন্যান্য গণসমাবেশে গিয়ে পণ্যগুলো বিক্রি করেছেন। এসব পণ্য ঢাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন তিনি। বিকেলে আলিয়া মাদরাসা মাঠে কথা হয় তার সাথে।
মামুন খান বলেন, ফরিদপুরে ৩০ হাজার টাকার মতো বেচা-বিক্রি হয়েছে। সিলেটেও ভালো বিক্রি করতে পারবেন বলে তার আশা। কোট পিনগুলো ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন। মাথায় বাঁধার ফিতা ১০ টাকা করে বিক্রি করছেন। বুধবার সিলেটে এসেছেন তিনি। এক দিনে তিনি প্রায় এক হাজার টাকার পণ্য বিক্রি করেছেন।
মানিকগঞ্জ থেকে কোট পিন নিয়ে আসা মো: উজ্জ্বল বলেন, তিনি নিজে বিএনপির সমর্থক। মূলত সমাবেশে যোগ দিতেই তিনি এসেছেন। সেই সাথে ঢাকা থেকে কিছু সামগ্রীও এনেছিলেন। সেগুলো পাইকারি দামে বিক্রি করছেন।
সমাবেশের মাঠে কোট পিন ও মাথায় বাঁধার ফিতা কিনছিলেন যুবদল নেতা সাবের রহমান। তিনি বলেন, ‘সমাবেশস্থল ছাড়া এগুলো পাওয়া যায় না। তাই তিনি কিনে নিচ্ছেন।’