প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৯:৩৪:৫৭ অনলাইন সংস্করণ
মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ থেকে: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জেষ্ট ভ্রাতুষ্পুত্র সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হাফিজ (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় সিলেটের দরগাহ মহল্লা এলাকায় দ্বিতীয় নামাজে যানাজা শেষে হযরত শাহজালাল (রহ:) এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভূরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর সেখানে মরহুমের প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার-উপকমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলসহ ধর্মপ্রাণ মুসল্লীয়ানরা মরহুমের নামাজে যানাজায় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাফিজ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শনিবার দুপুরে নিজ বাড়ীতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। জীবদ্ধশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা কমান্ডের কমান্ডার পদে দায়িত্ব পালন করেন। হাওরে নিজ অর্থায়নে হিজল করচের সারি সারি বাগান লাগিয়ে এলাকায় একজন বৃক্ষপ্রেমিক হিসেবে গড়ে তুলেন আলাদা পরিচিতি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সাজেদুল ইসলাম ও ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। এর পরে ভূরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ও হযরত শাহজালাল (রহ:) মাজারের ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পৃথক পৃথক বিবৃতিতে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা,সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার,জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন এডভোকেট,সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এস.এন.এম মাহমুদুর রসুল,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল
ও সাধারন সম্পাদক প্রপেসর মাসুদুজ্জামান লিটন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি,হারুন রাশীদ,বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, আব্দুল হক,রসরাজ বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া,সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব, নির্বাহী সম্পাদক আলী আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।