• সারাদেশ

    রাজধানীর মুগদায় সালিশে বসে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ২:৩৩:১২ অনলাইন সংস্করণ

    রাজধানীর মুগদায় সালিশে বসে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    নিহত কলেজছাত্রের নাম রাকিবুল ইসলাম ওরফে রাতুল। সে স্থানীয় আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

    রাতুলের বন্ধু ফাহিম হোসেনের ভাষ্য— গত শনিবার কথা কাটাকাটির জেরে সজীব নামের একজনকে মারধর করে স্থানীয় হীরা গ্রুপের সদস্যরা। রাতুলের বন্ধু সজীব। তাই সজীবের সঙ্গে রাতুলসহ আরও কয়েকজন থানায় অভিযোগ করতে যায়। পরে সমস্যার সমাধান করতে গতকাল সন্ধ্যায় দুপক্ষ আলোচনায় বসে। সেখানে হীরা গ্রুপের কয়েকজন রাতুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

    আহতাবস্থায় রাতুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

    মুগদা থানার উপপরিদর্শক রেজাউল করিম খান বলেন, এলাকায় দুপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতুলের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামে। তার বাবার নাম আতিকুর রহমান। তার তিন ছেলের মধ্যে রাতুল দ্বিতীয়।

    0Shares

    আরও খবর

    Sponsered content