প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ৬:০৭:২২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্প, ধনপুর ইউনিয়নে বেকারত্ব দূরীকরণে বেকার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও সচেতনতামূলক কার্যক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর আয়োজনে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পরিষদের হলরুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর সহকারী পরিচালক সাজেদুল হাসান। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ধনপুর ইউনিয়ন পরিষদের ইউ/পি সদস্য মোঃ হেনু মিয়া চৌধুরী, মোঃ ইউনুছ আলী সহ ধনপুর হাজী আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন । এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মোঃ মিজানুল হক সরকার, বসত বাড়ী ও স্বাস্থ্য সেবা” প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান হাবিব। ধনপুর ইউনিয়নে বেকার নারী ও পুরুষদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৪৫ (পয়ঁতাল্লিশ) জনকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য জেলার পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে আরডিএসএ, সুনামগঞ্জ কর্তৃক “সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্প কার্যক্রম নির্ধারণ করার জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণসহ এসডিজি বাস্তবায়নে আরডিএসএ এর কার্যক্রমকে শুভেচ্ছা জানিয়ে মাদক সমস্যায় সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বাস প্রদান করেন।
Notifications