প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৩:৩৩:৩৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবন,অসহায় নারীদের কার্ড দেবার কথা বলে কুপ্রস্তারের প্রতিবাদে ও তার অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে এলাকাবাসরি আয়োজনে ইউনিয়নের চিনাকান্দি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,মো. হামিদুর রহমান,আসাদ মিয়া,সিরাজুল ইসলাম,জুয়েল মিয়া,আল আমীন,সাইফুল ইসলাম,মোশারফ মিয়া,মিনহাজ ও কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,ইউপি সদস্য রফিকুল ইসলাম একজন মাদকসেবী। সে প্রতিদিন সন্ধ্যার পর সাদক ব্যবসায়ীদের নিকট হতে মদ পান করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে ও অথবা রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাধারন মানুষকে অকথ্যা ভাষায় গালিগালাজ করে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছেন। তার এমন চলাফেরায় এলাকার যুবসমাজ ধবংসের পথে যাচ্ছে। তার এমন আচরণে অতিষ্ঠ সাধারন মানুষজন। তাকে দ্রুত ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে অপসারণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য গত ৪ নভেম্বর রোজ শনিবার সন্ধ্যায় এই ইউপি সদস্য রফিকুল ইসলাম ব্যাপক পরিমান মাদক সেবন করে জিগারতলা বাজারে ডাক্তার কামাল হোসেনের ফার্মেসীতে গিয়ে মদ দেয়ার জন্য বলেন। এ সময় ডাক্তার কামাল হোসেন বলেন আমার দোকানে তো মদ বিক্রি হয়না এখানে ঔষধ বিক্রি করা হয়। এই কথা শুনে মাদকসেবী রফিকুল ইসলাম জোরপূর্বক কেচি নিয়ে ঐ ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। চিৎকার শুনে আশপাশের দোকানের লোকজন ঘটনাস্থলে এসে ঐ মাদকসেবী ইউপি সদস্য রফিকুল ইসলামকে ফার্মেসীর সামনে থেকে সরিয়ে দেন। স্থানীয় অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, রফিকুল ইসলাম ইউপি সদস্য হওয়ার আগে থেকে বিশ্বম্ভরপুরের বিভিন্ন মদের ব্যবসায়ীদের টাকা না দিয়ে ব্যবসায়ীদের নিকট হতে জোরপূর্বক মদ পান করে এলাকায় মাতলামি করলে ও তার ভয়ে কেহ প্রতিবাদ কিংবা মুখ খুলে কিছু বলার সাহস পাননি