প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৪:৩৪:১৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ৷ পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর ভমভমি বেইলি ব্রীজ ভেঙে যাওয়ায় প্রায় ২০ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। এখনো এই ব্রীজটি ঝুঁকিপূর্ণ রয়েছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
আজ ২৮ শে নভেম্বর রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, মালবোঝাই ট্রাক এর ভাড়ে গতকাল ২৭ শে নভেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার দিকে পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী ( আব্দুস সামাদ আজাদ সড়ক( আর-২৪১) আঞ্চলিক মহাসড়ক এর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাধীন ভমভমি বাজার সংলগ্ন উত্তর পার্শ্বের বেইলি ব্রীজের পাটাতন সরে যায়। এতে এই সড়ক দিয়ে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে এবং যাত্রী সাধারণ সহ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সুনামগঞ্জ সওজ এর লোকজন আজ ২৮ শে নভেম্বর রোজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে এই বেইলি ব্রীজের মেরামত কাজ শুরু করেন এবং ২ টা ৩০ মিনিটের সময় দায়সারা কাজ শেষ করে যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ ২০ ঘন্টা পর এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হলেও বেইলি ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
যেকোনো মুহূর্তে পাটাতন সরে গিয়ে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটতে পারে বলে যানবাহন চালক ও স্থানীয়রা মনে করছেন। ব্রীজের উপর যানবাহন উটা মাত্রই বিকট শব্দে আওয়াজ হওয়ার পাশাপাশি ব্রীজটি থরথর করে কাপছে এমনকি পাটাতন সরে যায় যায় অবস্থা বিরাজ করছে।
এব্যাপারে একাধিক পথচারী স্থানীয় লোকজন, যানবাহন চালক ও যাত্রী সাধারণ তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবন জীবিকার তাগিদে এই ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছি। এই সড়ক দিয়ে যানবাহনে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্তে দৈনিন্দন কাজে যাতায়াত করে থাকেন। এই ব্রীজটি এবার নিয়ে আটবার ভাঙ্গনের মূখে পড়লো। বারবার দায়সারা মেরামত কাজ করা হয়েছে। এবারও তাই। বিদায় জানমালের নিরাপত্তার স্বার্থে ব্রীজটি নতুনভাবে নির্মাণ করার জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথের ওয়ার্ক এসিস্ট্যান্ট ফরিদ মিয়া বলেন, সেতুটা মেরামত করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল করছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরে পাটাতনে ওয়ার্লিং দেওয়া হবে।
এবিষয়ে জানতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল হামিদ ও নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম এর মুঠো ফোনে ফোন দিলে ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।