প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৮:৩১:০৪ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া , ইংলেন্ড থেকেঃ আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরি কমিটির সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মিয়ার পরিচালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ কামালের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে বার্মিংহামের কভেনটি রোড়ের পানসী রেষ্টুরেন্টে ১৪ই নভেম্বর রাত ৮ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় ।
সভায় বিগত দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রমের ভূয়ুশী প্রশংসা করে বলেন
*নতুন দিগন্তের পথে আরও একদাপ এগিয়ে গেল দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
এই সর্ব প্রথম সাংগঠনিক কাজ ও সংগঠনের প্রসারে কার্যকরী পরিষদের সভা লন্ডনের বাহিরে বার্মিংহাম মিডল্যান্ডে অনুষ্ঠিত হয়* ।যা বর্তমান পরিষদের একটি নির্বাচনি লক্ষ্য ছিল।
বৃটেনের সকল দিরাই শাল্লার মানুষ এবং প্রত্যন্ত অঞ্চলে পৌছে যাওয়ার লক্ষ্যে আমাদের ছুটে চলা।
এই রকম কার্যক্রম গ্রেটার মানচেষ্টার মিডল্যান্ড ও অন্যান্য শহরের জন্য একটি নতুন ইতিহাসের সূচনা।
যার ধারা অব্যাহত থাকুক ও সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি ও প্রসার বিস্তার লাভ হউক।
সভায় মূল্যবান বক্তব্য রাখেন :- খালেদ রেজা খাঁন , শাহীন মিয়া , মিজানূর রহমান , সোলেমান কবীর ফুলু , ফয়সল চৌধুরী , হাজী হারুন মিয়া , বেলাল রেজা খাঁন , আতিকুর রহমান রুবেল , শাহরিয়ার খোকন , মোশাররফ হোসেন লিটন , শাহ্ কামাল , বুরহান উদ্দীন চৌধুরী , ফয়সল আহমেদ প্রমূখ ।
কার্যকরী পরিষদের আলোচনা শেষে বার্মিংহাম এর স্থানীয়দের আপ্যায়নে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ জে . পি. ও শুভাকাঙ্খী মুজিবুর রহমান বাবুল , জমাদার উল্লাহ , কবিরুল রশীদ , এমদাদুল হক লাভলু , মনিরুল হক , মিনহাজ উদ্দীন তাজ , মোফাজ্জল হোসেন এবং আল-আমীন ।
সভা শেষে একান্ত আলাপ চারিতায় সবার মাঝে যেন প্রানের সঞ্চার হয়।
পরিশেষে আগামীর কার্যক্রম কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।