প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৫:১৫:৪৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের নতুন মির্জাপুর গ্রাম নিবাসী আমির মিয়ার মেয়ে সৌদি আরব প্রবাসী কলি আক্তার প্রবাসে থাকা অবস্থায় অনলাইনে পরিচয় হয় নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আশুলিয়া ইউনিয়নের কৈইলাটি গ্রামের তাহের উদ্দীনের ছেলে মাহাবুল হাসান এর সাথে। পরিচয় থেকেই মাহাবুল হাসান নিজেকে ভালো সাব্যস্ত লোক প্রমানের চেষ্টায় সুন্দর ভাষায় কথা বার্তা বলে কলি আক্তারের বিশ্বাস অর্জন করে, ফলে উভয় পক্ষের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে এক পর্যায়ে উভয়ের সম্মতিতে গত ২৭/১১/২০২১/ ইংরেজি তারিখে মোবাইলে ভিডি কলের মাধ্যমে ইসলামি বিধান ও রেজিষ্ট্রেশন কাবিন মুলে উভয়ের মতামতের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
প্রবাসে বাসা বাড়িতে বুয়ার কাজ করে কলি আক্তার নিজ স্বামী মাহবুবুল হাসানকে সরল বিশ্বাস করে ধাপে ধাপে (৩’৫০’০০০/-) তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন গত দুই মাস পুর্বে নিজ পিতৃলয়ে প্রবাস থেকে এসে স্বামী মাহবুবুল হাসান কে নিয়ে কলি আক্তারের নিজ পিতার ভিটা বাড়িতে বসবাস শুরু করেন।
কলি আক্তারের নিকট হতে বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকেন মাহাবুল হাসান, গত ১৮/১১/২০২২/ইংরেজি তারিখে কলি আক্তারের নিকট টাকা চেয়ে না পেয়ে মাহবুবুল হাসান ঘর সংসার করবেনা বলে তালাক দিবে বলে চলে যায় অর্থ ও মান ইজ্জত হারিয়ে কলি আক্তার বিচার চেয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।