• সুনামগঞ্জ

    জেলা তথ্য অফিস সুনামগঞ্জের আয়োজনে আঃ কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ে মহিলা সমাবেশ

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ২:২০:০৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস সুনামগঞ্জের আয়োজনে আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১০ ই নভেম্বর সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরন এর লক্ষ্যে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাহিদ আহমেদ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিস এর উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তার এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস ও সহকারী শিক্ষা অফিসার রাপ্রুুতাই মারমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক, জনপ্রতিনিধি এবং অবিভাবক প্রতিনিধিগণ। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ, নারীশিক্ষা, গুজব,অপপ্রচার,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ,বাল্যবিবাহ,যৌতুক,শিশুর যত্ন,তথ্য অধিকার, মাদক বিরোধী সচেতনতামূলক বিষয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত সমাবেশে তৃণমূল পর্যায়ের প্রায় দু শতাধিক মহিলারা অংশ গ্রহন করেন।

    আরও খবর

    Sponsered content