প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৭:৪৫:২২ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সিলেট বিভাগের বৃহত্তম রানীগঞ্জ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং জগন্নাথপুর এর ধামাইল গান ও বঙ্গবন্ধুকে স্মৃতিচারন করে লেখা গান শুনেছেন তিনি।
সুনামগঞ্জবাসীর বহুল প্রত্যাশীত সিলেট বিভাগের বৃহত্তম জগন্নাথপুর এর কুশিয়ারা নদীর উপর নবনির্মিত রানীগঞ্জ সেতু উদ্বোধন উপলক্ষে আজ ৭ ই নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে এই সেতু উদ্বোধন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং ভার্চুয়ালে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথপুর বৈষ্ণব কবি ধামাইল গানের জনক রাধারমণ দত্ত রচিত ” জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেইখা আইলাম কই” গানটির সুরের তালে তালে কিশোরীদের নাচ অবলোকন করার পাশা-পাশি ২১ শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত বঙ্গবন্ধুর স্মৃতিচারন মূলক একটি স্থানীয় এক শিল্পীর কন্ঠে উপভোগ করেন। এসময় প্রধানমন্ত্রীকে আবেগে আপ্লূত হতে দেখা গেছে।
এই সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দীন আহম্মেদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, ড. খায়রুল কবির রুমেন পিপি, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ এর সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।