• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৭:০০:৪৯ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন মতবিনিময় করছেন। আর মাত্র কয়েক ঘন্টা বাকী। রাত পোহালেই ২রা নভেম্বর রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

    এরই অংশ হিসেবে ১ লা নভেম্বর রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার মোঃ এহসান শাহ।

    এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান,

    জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (মোটরসাইকেল), মুক্তাদির আহমদ (আনারস), জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া)। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র (তালা), যুক্তরাজ্য প্রবাসী ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন লাকী ( টিয়া পাখি), জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন লালন (মাইক), জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদ (চশমা) ও যুক্তরাজ্য প্রবাসী ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তুহেল আহমদ (টিউবওয়েল)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল), রিনা বেগম(কলস) ও সেলিনা বেগম(হাঁস)

    সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল রাখার লক্ষে নির্বাহী ম্যাজিষ্টেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন এবং করবেন। কোনো কেন্দ্রে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content