প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ১১:৫৬:৪৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আকমল হোসেন , ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন লালন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী বিজয়ী হয়েছেন।
আজ ২ রা নভেম্বর রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ২০০৮১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন লালন ২১৯ ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র (তালা প্রতীক) ১৯২৫৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী (ফুটবল) ২৮৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রীনা বেগম ( কলস) ২৬৪৬৯ ভোট পেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন -২০২২ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা আজ রাত ১১ ঘটিকার উপরোক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, সুনামগঞ্জ জেলা পরিষদ এর সদস্য মাহতাবুল হক সমুজ, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন ও বিজয়ী প্রার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।