• আইন আদালত/সাজা

    জগন্নাথপুরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৩:৪৪:২৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কলকলিয়া বাজার এর চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

    আজ ২৭ শে নভেম্বর রোজ রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

    এসময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ন পণ্য রাখার অপরাধে কুশিয়ারা অভিজাত কনফেকশনারি এন্ড ফাস্ট ফুডকে ৭ হাজার টাকা, রিচমুন অভিজাত কনফেকশনারি এন্ড ফাস্ট ফুড কলকলিয়া বাজার শাখাকে ৩ হাজার টাকা, রিয়া এন্ড প্রান্ত বীজ ঘরকে ৩ হাজার টাকা ও শুভেচ্ছা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বিধান দেবনাথ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন(র‌্যাব) সুনামগঞ্জ – ৯, সিপিসি-৩ এর ডিএডি সুজন কান্তি বড়ুয়া সহ একদল র‌্যাব সদস্য উপস্থিত ছিলেন।

    সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ন পণ্য রাখার অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content