• সুনামগঞ্জ

    কেন্দ্রীয় নেতাদের রক্ষা করতে গিয়ে হাসপাতালে রুমেন : সুস্থতা কামনা করলেন মতিউর মানিক জয়াসেন ও শামীমা

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ১১:৩২:১১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন এর শারীরিক সুস্থতা কামনা করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা এম মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার। তারা পৃথক পৃথক বিবৃতিতে দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে পরিকল্পিত ও বর্বরোচিত হামলায় গুরুতর আহত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন এর শারীরিক সুস্থতা কামনা করেন।

    জানা যায়,বিগত সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলা থেকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রক্ষা করতে গিয়ে ইটের আঘাতে তার বাম হাত ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সিলেটের আল হারমাইন হাসপাতালে তার হাতের অপারেশন সম্পন্ন হয়েছে।

    আহত রুমেন,সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম এডভোকেট এম.এ রইছ ও জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক বেগম রফিকা রইছ চৌধুরীর সুযোগ্য পুত্র এবং দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুল কবীর তুহিনের কনিষ্ট ভ্রাতা ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন এর জেষ্ট ভ্রাতা। বিগত জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তীব্র প্রতিদ্ব›দ্বীতা করেন। মাত্র ৮ ভোটের ব্যবধানে তাকে পরাজিত ঘোষণা করা হয়।

    তিনি ছাত্রলীগ থেকে যুবলীগ ও বর্তমানে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
    তাকে দেখতে হাসপাতালে যান সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা এম মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার,সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন,সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন,সুনামগঞ্জ জজ কোর্টের জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম,শাল্লা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোবারক হোসেন,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শেরেনুর আলী,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে,জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ,সুনামগঞ্জ জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট হাসান মাহমুদ সাদী,সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোশাররফ হোসেন,সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ,শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জিতু,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী রফিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান,বামহাতে সফল অপারেশনের পর আওয়ামীলীগ নেতা এডভোকেট রুমেন বর্তমানে হাসপাতালেই বেডরেস্টে আছেন।

    আরও খবর

    Sponsered content