প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ১২:৫৩:৫৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ অঞ্চলাধীন শাখা সমূহের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারন বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য অঞ্চল শাখা সুনামগঞ্জের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক(মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক) মো. ফয়জুর রহমান শহীর সভাপতিত্বে ও কৃষিব্যাংকের উধর্বতন কর্মকর্তা ইজাজুল হকের সঞ্চালনায় পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষিব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ও সাবেক সচিব মো. নাসিরুজ্জামান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষিব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন,বাংলাদেশ কৃষিব্যাংক সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন,সুনামগঞ্জ শাখার মূখ্য আঞ্চলিক কর্মকর্তা বাবু রবীন্দ্র কুমার দাস,জগন্নাথপুর উপজেলার কলকলিয়া কৃষিব্যাংক শাখার দ্বিতীয় কর্মকর্তা রতন কুমার রায় ও উধর্বতন কর্মকতা মো. ফজলুল হক প্রমুখ।
বাংলাদেশ কৃষিব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ও সাবেক সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন দেশে করোনার ঢেউ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,বিশ্বে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিসহ সুনামগঞ্জে স্মরণকালের অকাল বন্যায় কৃষিব্যাংকের লোন আদান প্রদানে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়াতে কৃষিলোন দেয়া ও আদায় করাটা কঠিন হলেও সাধারন মানুষদের সাথে ভাল ব্যবহারের মাধ্যমে কৃষিলোন আদায়ের পরার্মশ প্রদান করেন। সুনামগঞ্জ অঞ্চলাধীন শাখা সমূহের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারন কিভাবে ঘটানো যায় সেদিকে খেয়াল রাখার আহবান জানান। তিনি কৃষিব্যাংকের সকল কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে নিষ্ঠা ও সততার সাথে সাধারন কৃষক, শ্রমিক ও দিনমুজুর গ্রাহকদের সেবা প্রদানের আহবান জানান।