• নির্বাচন

    সুনামগঞ্জ জেলা পরিষদে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান বারী সুজন

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৬:১১:৪৭ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপিঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

    সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান বারী সুজন। শান্তিগঞ্জ উপজেলা পরিষদে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। ১০৭ ভোটের মধ্যে ১০২ ভোট পেয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের (শান্তিগঞ্জ উপজেলা) সদস্য পদে জয়ী হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন।

    এদিকে মনিরুজ্জামান বারী সুজন সুনামগঞ্জ জেলা সদস্য পদে নির্বাচিত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে উচ্ছাস দেখা গেছে৷ এর আগে দীর্ঘ সময় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মনিরুজ্জামান বারী সুজন নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন অংগ সংঘটনের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content