• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ১১:১১:৩৩ অনলাইন সংস্করণ

    মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। জীবদ্ধশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডের কমান্ডার পদে দায়িত্ব পালন করেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম খান তাঁর নামাজে জানাযা পরিচালনা করেন। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিনদ্দিকী তপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা মরহুম মুক্তিযোদ্ধার নামাজে যানাজায় অংশগ্রহন করেন।

    উপজেলা সহকারী কমিশনার শিল্পীরানী মোদক এর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর। পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল,সাধারন সম্পাদক প্রপেসর মাসুদুজ্জামান লিটন,সদর উপজেলা শাখার সভাপতি কাজী জসিম কামাল,সহ সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রুমেল,মুক্তিযোদ্ধার সন্তান সমবায় সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    আরও খবর

    Sponsered content