প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ১:০৬:৫৪ অনলাইন সংস্করণ
আল-হেলাল: পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী ছিল আজ। দেবীদূর্গা ফিরে যাওয়ার দিন। সুনামগঞ্জ পৌরসভার জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠের সামনে সুরমা নদীতে দেবীদূর্গার বিসর্জনের মধ্যে দিয়ে বিজয়া দশমীর শুভ সমাপ্তি করেন সনাতন ধর্মাবলম্বীরা।
জেলার ৪৩২টি মন্ডপে স্থাপিত প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় মর্যাদায় জেলার ১২টি উপজেলার ৪৩২টি পূজামন্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন। সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে-মন্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন। দুর্গাপূজা উপলক্ষে জেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি পূজামন্ডপে বিপুলসংখ্যক পুলিশ আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এদিকে দেবী দুর্গার বিদায় বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে মা দূর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে। দশমীতে বিভিন্ন পূজামন্ডপে সিঁন্দুর খেলায় মেতে উঠেন ভক্তরা।
বিকেল ৫টায় প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে পৌর এলাকার ২৬টি মন্ডপ সম্মিলিভাবে সুরমা নদী অভিমুখে মন্ত্র উচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়ার শোভাযাত্রা শুরু করে। বাদ্য-বাজনার তালেতালে শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে সুরমা নদী তীরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ,পৌর মেয়র নাদের বখত ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নোমান বখত পলিন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায় ও সাধারন সম্পাদক বিমল বনিক বলেন, দেবী দুর্গা বিজর্সনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। আগামী বছর আবারো পুজার উল্লাসে মাতবো আমরা। শান্তির বানী নিয়ে আসবেন মা দুর্গা। শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা জানান, আজ দেবীদূর্গার বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দূর্গোৎসব শেষ হল।
বিগত পাঁচ দিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পুজায় আনন্দ উল্লাস করেছেন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে। এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুজানুষ্ঠানে উৎসব মূখর পরিবেশকে ম্লান করে দিয়ে চিরতরে পরপারে চলে গেলেন হরিচরন। উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াবারুংকা গ্রামের ত্রিমোহনী যুব সংঘ আয়োজিত সার্বজনিন শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টায় পূজামন্ডপে আরতি চলাকালীন সময়ে হাত পাখায় জেনারেটরের তার লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন হরিচরণ দাশ (৬৫)। তার পিতার নাম মৃত রমন চন্দ্র দাশ। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা তমা ও এক ছেলে রেখে যান। পরিবারের সদস্য চয়ন দাশ জানান,কিছুক্ষন পূর্বেও যিনি পূজোনুষ্ঠানে নেচে গেয়ে সকলের মধ্যে প্রাণ সঞ্চার করছিলেন। তাঁর বিয়োগে আমরা মারাত্বক ব্যথিত ও গভীর শোকাহত। দেবীদূর্গার বিসর্জনের পাশাপাশি তাঁকে নিজ বাড়ীর শ্মশানে দাহ করা হয়েছে। ত্রিমোহিনী যুব সংঘের সার্বজনীন পুজা অনুষ্ঠিত হয় বিজিত মৈত্র এর বাড়িতে। বিজিত মৈত্র বলেন, শুধুমাত্র প্রতিমা বিসর্জন ছাড়া বুধবার (৫ অক্টোবর) পূজোর গান বাজনা সহ অন্যান্য সকল কার্যক্রম নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পূর্বক বন্ধ রেখেছি আমরা। বিশ্বম্ভরপুর থানার এস.আই আরেফিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সুরতহাল রিপোর্ট তৈরী করে আমরা নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে,এলাকার প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁর বাড়ী ছুটে যান এবং শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জানান।
শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি,ছাতক উপজেলায় সুনামগঞ্জ ৫ আসনের এমপি জননেতা মুহিবুর রহমান মানিক, দিরাই উপজেলায় সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা এমপি,জামালগঞ্জ ধর্মপাশায় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম শামীমা শাহরিয়ার এবং জেলার ৬টি উপজেলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে সরজমিনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জেলার সংসদ সদস্যগন নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজা মন্ডপে সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও পূজামন্ডপে পূজা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ ও বালিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন।