• আন্তর্জাতিক

    সউদীতে মহানবী (সা.) জুতার রেপ্লিকা প্রদর্শিত হচ্ছে

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ১:৫০:৫৭ অনলাইন সংস্করণ

    ইসলাম ধর্মের মহান প্রবর্তক মহানবী হজরত মুহম্মদ (সা.)’র এক জোড়া জুতার প্রতিরূপ (রেপ্লিকা) সাধারণ জনগণের প্রদর্শনের ব্যবস্থা করেছে সউদী আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে বাদশাহ আবদুলআজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথরা) প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই রেপ্লিকা।

    ৬২২ খ্রীস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী যে জুতাজোড়া পরেছিলেন, সউদীতে প্রদর্শনের জন্য আনা হয়েছে সেই জুতাজোড়ার রেপ্লিকা। তুরস্কের আন্দালুসিয়ার একজন শিল্পী এটি প্রস্তুত করেছেন। তবে আসল জুতাজোড়া সউদী সরকারের হেফাজতে রয়েছে।

    সউদী আরবের পর্যটন খাতকে আরও জনপ্রিয় করে তুলতে ৯ মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে দেশটির সরকার। রাজধানী রিয়াদ, জেদ্দা ও মদিনাসহ পর্যায়ক্রমে সৌদির সব শহরে এই প্রদর্শনীর আয়োজন করা হবে।
    ইথরার পরিচালক আবদুল্লাহ আল রাশিদ আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে বলেন, ‘এটা কেবল একটা প্রদর্শনী নয়, বরং একটি সমন্বিত প্রকল্প যেখানে সউদীর বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এসব নিদর্শন জনগণকে দেখানে হবে। একে বলা যেতে পারে মোবাইল গ্লোবাল শো।’

    মহানবীর জুতার রেপ্লিকা ছাড়াও হিজরত সম্পর্কিত আরও বেশ কিছু নিদর্শন দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। তবে সবই প্রতিরূপ বা রেপ্লিকা। মূল নির্দশনসমূহ সরকারের হেফাজতে রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    ছাত্র-জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে – মেজর (অব.) হাফিজ

    এহসানুল হক শিমুল এর আজ ২০তম জন্মদিন, সবার কাছে দুয়া কামনা

    মোদির সাথে ফোনালাপে ইউনূস : সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত

    পরীমনির সহযোগী চলচ্চিত্অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবি রাজ আটক, বাসা থেকে মাদক উদ্ধার

    চলতি বছর সর্বনিম্ন ফিতরা ৭৫ সর্বোচ্চ ২৩১০ টাকা

    ধর্মপাশায় সময়সীমার ৮ দিন অতিবাহিত হলে ও শেষ হয়নি বাঁধের কাজ: বোরো ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষকরা