• সুনামগঞ্জ

    শ্রমিকলীগ ও বাজার ব্যবস্থপনা কমিটির উদ্যোগে ডা. মধু’র উপর আরোপিত মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ২:৫১:৪৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয় শ্রমীক লীগ ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটি’র আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর এর উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয় শ্রমীক লীগ ও জগন্নাথপুর বাজার ব্যাবস্থাপনা কমিটি’র আয়োজনে আজ ৭ ই অক্টোবর রোজ শুক্রবার বিকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    জাতীয় শ্রমীক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ নুরুল হক এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সায়েক আহম্মদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া ও পৌর স্বেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক ছালিক আহম্মদ পীর প্রমূখ।
    এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, গরীবের বন্ধু খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর এর সুচিন্তাধারার ফলে উপজেলাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা পাচ্ছি। সম্প্রতি তাঁহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহেরর জোর দাবী জানাচ্ছি।

    আরও খবর

    Sponsered content