• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি রিপন, সম্পাদক জিলানী

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৮:০৪:৫০ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

    শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। রিপন তালুকদার সভাপতি ও জিলানী মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    শান্তিগঞ্জ উপজেলার মাহবুবা কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। ত্রি-বার্ষিক নির্বাচনে ১২টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

    এতে সভাপতি পদে রিপন তালুকদার (আনারস) ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জুয়েল আহমেদ (চেয়ার) ১৬০ ভোট পেয়ে পরাজিত হন। সহ সভাপতি পদে জমিল মিয়া (মই) ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শ্যামল চন্দ্র দেব (দোয়াত কলম) ১৪৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে জিলানী মিয়া (ফুটবল) ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবু হেলাল (চাকা) ১৭৯ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন (মোটর সাইকেল) ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মৃদুল দাশ (গোলাপ ফুল) ১৩৪ ভোট পেয়ে পরাজিত হন। সদস্য পদে আব্দুর নুর (গরুর গাড়ি) ২১৬ ভোট পেয়েছেন, মোঃ সালেহ আহমেদ সাজু (আম) ২২৫ভোট,মোঃ নুর হোসেন( মোবাইল ফোন) ২২৪ ভোট, মোঃ মইন উদ্দিন (রিক্সা) ১৪৬ ভোট, মোঃ রায়হান আহমেদ (টিউবওয়েল) ১৭৭ ভোট, সাধু মিয়া ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিলন আহমেদ। কোষাদক্ষ্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাফিজ আব্দুর রশীদ।

    রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সহকারী প্রিজাইডিং অফিসার উপ সহকারী প্রকৌশলী এলজিআইডি সোহারাব হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুদ নুর।

    শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ , ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী প্রমুখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content