প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ২:০২:৩১ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের উপর আনিত মিথ্যা অপবাদ ও শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমানের মিথ্যা বানোয়াট বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন ও এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে স্থানীয় রামেশ্বরপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিমুলবাঁক ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মতলিবের সভাপতিত্বে ও শিমুলবাঁক ইউপি যুবলীগের আহবায়ক গোলাম নুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউপি আওয়ামীলীগ নেতা আয়না মিয়া,আয়াজ আলী,সাবেক মেম্বার তাজ উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী,ত্রান সম্পাদক সাকির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান আমড়িয়া গ্রামের কিছু সংখ্যক কুচক্রী মহল মিথ্যা অপবাদ রটিয়ে ঝাড়ু মিছিল ও চাঁদা দাবী ও চাঁদা আদায়ের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।
বক্তারা এই মিথ্যা মনগড়া প্রমানবিহীন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন আতাউর রহমান বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন যাবৎ সততার সহিত জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অদ্যবদি পর্যন্ত তাহার বিরুদ্ধে কেউ অনিয়ম দূর্নীতি নিয়ে কোন ধরনের অভিযোগ করে নাই। সব সময় অনিয়ম দূর্নীতির উর্দ্ধে থেকে রাজনীতি করেছেন তিনি। কিন্তু ইদানিং আমড়িয়া গ্রামে সরকারি খাসজমিতে কিছু ঘর সরকারি ভাবে বরাদ্দ হয়েছে।
এই ঘরগুলোর মধ্যে ৮ টি ঘর রেকর্ডীয় জায়গায় পড়ায় জমির মালিকগন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। সেই অভিযোগের আলোকে সহকারী কমিশনার ভূমি জায়গা পরিদর্শন করে ঘরের কাজ বন্ধ রেখেছেন এবং একজন লোক কিছুদিন আগে জামালগঞ্জের রুপাবালী থেকে কিভাবে ঘর পায় এই বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছিলেন তিনি। ঘরের কাজ বন্ধ রাখা প্রশাসনের বিষয়, এখানে আতাউর রহমানের কোন হাত নাই।
চেয়ারম্যান শাহীনের প্ররোচনায় একটি কুচক্রী মহল মিথ্যা অপবাদ দিয়ে আতাউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মনগড়া বানোয়াট ঝাড়ু মিছিল দিয়ে বাংলাদেশের বৃহত্তর সংগঠন আওয়ামীলীগের মানহানী করেছে। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি চেয়ারম্যান শাহীনুর রহমানকে কড়া হুশিয়ারী দিয়ে বলেন আগামীতে এই ধরনের বানোয়াট বক্তব্যের জবাব শিমুলবাঁক ইউনিয়নবাসীকে সাথে নিয়ে রাজপথে দেওয়া হবে।