• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১২:৪০:৫৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব বজলুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

    আজ ২০শে অক্টোবর ২০২২ ইং রোজ বৃহস্পতিবার যুহুরের নামাজের পর শান্তিগনজ উপজেলার তালিমুল ইসলাম পঞ্চগ্রাম জীবদারা মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে দোয়া পড়ান মওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, পাক-কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাজু আহমেদ। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগনজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা মুহতামিম মওলানা দুলাল আহমেদ এবং উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।

    অতিথিগন ঐতিহাসিক ছয় দফা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধের সাহসী গ্রুপ কমান্ডার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা, বিশ্বনন্দিত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা, মাননীয় সংসদ সদস্য শিরীন আহমেদের প্রয়াত স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বজলুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content