• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী’র ত্রান সহায়তা প্রদান

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৬:৪৯:৪৮ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপিঃ শান্তিগঞ্জ উপজেলার (১৮ অক্টোবর) পাথারিয়া ইউনিয়নে দরগাপুর, জাহানপুর, ছিন্নাতপুর, আকষ্মিক ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছিলো শতাধিক ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ে প্রথমদিন থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান-সাহায্য সহযোগিতা অব্যাহত আছে।

    শনিবার (২২ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রী’র নির্দেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী’র ত্রান সহায়তা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

    এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী’র এপিএস বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এ বিষয়ে কথা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী’র পক্ষ্য থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান-সাহায্য সহযোগিতা অব্যাহত আছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

    এসময় উপস্থিত ছিলেন পূর্ব পাগলা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিক খান, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগ নেতা সেন্টু দাশ সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content