• দুর্ঘটনা

    শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮ বসতঘর,ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধোকোটি

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৩:২৬:৫৫ অনলাইন সংস্করণ

    (বায়েজিদ অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার(২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি ৮ বসতঘর।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ৮টি বসতঘর,নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

    ক্ষতিগ্রস্ত আঞ্জব আলী বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এখন মাথাগোঁজার টাই নাই। আমি নিঃস্ব হয়েগেছি। এভাবেই কান্নাজড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম ও তাসলিমা বেগম বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমিজমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।

    এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ৮ টি ঘর পুড়ে ছাই হয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন। তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এবং অতিদ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দেন৷

    আরও খবর

    Sponsered content