• সুনামগঞ্জ

    বিভাগেও শ্রেষ্ঠ শান্তিগঞ্জের ইউএনও আনোয়ার উজ জামান

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ১০:১৯:২১ অনলাইন সংস্করণ

    শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি বায়েজিদ অপিঃ সুনামগঞ্জ জেলার পর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের বিচারে সিলেট বিভাগেও শ্রেষ্ঠ হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়েছে।

    বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় দপ্তর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আনোয়ার উজ জামান শান্তিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছেন।

    এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন৷ তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সাজছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।

    আরও খবর

    Sponsered content