প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ২:৪২:৩১ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ সুনামগঞ্জ স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ -উদ্ভোদন ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুক্রবার (৭ অক্টোবর) ৪ ঘটিকায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের ডিকেসিয়া প্রাথমিক বিদ্যালয় রানার আপ হয়ে পরিকল্পনা মন্ত্রী’র হাত থেকে পুরুষ্কার গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান পীর মিসবাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বারেক, পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সদস্য পদপার্থী মনিরুজ্জামান বারী সুজন সহ প্রমুখ।
এসময় সুনামগঞ্জ জেলার বিভিন্ন অংগ সংঘটনের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।