প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৬:৪৬:১৭ অনলাইন সংস্করণ
বায়েজীদ অপি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভূমি ও সহকারী কমিশনার এসিল্যান্ড সখিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হতে অনুরোধ জানান।
এসময় বিভিন্ন অংগ সংঘটনের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধি বৃন্দ।