প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১১:৫০:১৪ অনলাইন সংস্করণ
আব্দুল-কাইয়ূম, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কাজীরবাজার থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে গতকাল (১০ অক্টোবর) সোমবার কাজীর বাজারে মের্সাস মাছুম স্টোরের সামন থেকে অনুমানিক বিকাল ৫টার সময় এ চুরির ঘটনাটি ঘটেছে জানান মোটরসাইকেল মালিক এ ঘটনায় নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরি দায়ের করা হবে বলে জানা যায়, (১০ অক্টোবর) সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলার কাজীর বাজারে মের্সাস মাছুম স্টোরের সামনে থেকে কাজীরবাজার বাজার কমিটির সভাপতি মোঃ আলমাছ উদ্দিনের হিরো গ্লামার মডেলের মোটরসাইকেলটি ( হবিগঞ্জ হ-১১-৭০৫১) চুরি হয়ে যায়।
চুরি যাওয়া মোটরসাইকেলটি ফিরে পাওয়ার আশায় ভুক্তভোগী কাজীরবাজার বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী মোঃ আলমাছ উদ্দিন আগামীকাল (১২ অক্টোবর) নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরি করবেন বলে প্রতিবেদক কে জানান এবিষয়ে ভুক্তভোগী মোঃ আলমাছ উদ্দিন বলেন, কাজীর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান মাছুম স্টোরের সামনে থেকে গতকাল (১০ অক্টোবর) বিকাল ৫টার সময় মোটরসাইকেলটি রেখে আমার দোকানে যাই।এর আধ ঘণ্টা পর বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। তিনি আরও বলেন, গতকাল সোমবার কাজীর বাজারে খেলার মাঠে ফুটবল খেলা চলছিল এবং খেলা দেখতে অনেক মানুষজন এসেছিল আমার মনে হয় খেলা দেখার সময়ই আমার মোটরসাইকেল টি চোরেরা নিয়ে যায়। যদি কোনো ব্যক্তি সন্ধান দিতে পারেন ওনাকে পুরুস্কিত করা হবে। যোগাযোগ:- মো:আলমাছ উদ্দিন মোবা: 01716-284614