• সুনামগঞ্জ

    তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ১১:৩৫:০৭ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি: তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু। সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে (৩০সে অক্টোবর) রবিবার বেলা ২ ঘটিকায় ৫নং ওয়ার্ড কাউকান্দি ইউনিয়ন পরিষদে বিট কর্মকর্তা এস আই হেলাল উদ্দীনের পরিচালনায় সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমে রেলি ও আলোচনা সভা হয়।

    এসময় বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী উপজেলায় বিশেষ এক মিটিং থাকায় অনুপস্থিত্বে ইউপি সদস্যগণের উপস্থিতি তে। এসময় সম্প্রসারিত বিট পুলিশি কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইয়াকুব হোসেন, জুয়েল আহাম্মদ,সামায়ুন কবির, জহুর আলম, মাহাবুব আলম, সামছুল আলম,মোছাঃ রওশনারা জমির উদ্দিন প্রমুখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content