• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মোবারক ‌র‌্যালী ও মিলাদ মাহফিল

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ১২:৫১:১৬ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জগন্নাথপুরে মোবারক র‌্যালী, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ৯ ই অক্টোবর রোজ রবিবার পীর মোহাম্মদ আজিম শাহ চিশতির নেতৃত্বে এক বিশাল মোবারক র‌্যালী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরস্থ ইকড়ছই আলিম মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অত্র মাদ্রাসা মাঠে ফিরে মিলাদ মাহফিলে মিলিত হয়। এতে এদিনে বিশ্বনবী হযরত মোহাম্মদ( সা.) বসুন্ধরায় আগমন করায় আল্লাহ পাক রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় ও বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি।

    ‌এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ সোহেল আহমদ,জগন্নাথপুর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহির উদ্দিন, সৈয়দ তুহেল মিয়া, সাবেক কৃতি ফুটবলার সালাউদ্দিন, তরুণ সমাজ সেবক ছালিক আহমদ পীর, মুফতি বদর উদ্দিন, হাফিজ মুহিবুর রহমান, মাওলানা আলী আছগর, মাওলানা মোঃ আব্দুল কাইয়ূম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মোঃ আনোয়ার হোসেন, মঈনুল হাসান, শামীম আহমদ ও সাহাব উদ্দিন প্রমর সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।র‌্যালী ও মিলাদ মাহফিল শান্তিপূর্ণ ভাবে পরিচালনার করার লক্ষে থানা পুলিশ দায়িত্ব পালন করেছেন।

    আরও খবর

    Sponsered content