• সুনামগঞ্জ

    ২৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীর ৭৫ লক্ষ টাকা বরাদ্দ

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪৮:০৪ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের মসজিদ-মন্দিরে উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

    ৭টি ইউনিয়নের ২৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দের পরিমাণ এটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। এ প্রসঙ্গে তিনি জানান- পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় উপজেলার ২৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ৩ লক্ষ টাকা করে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

    হাসনাত হোসেনের ফেসবুক আইডিতে মসজিদ ও মন্দির সংস্কারের বরাদ্দের তালিকা প্রকাশের পর উপজেলা ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ পেয়ে খুশি এলাকাবাসী। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ ও স্থানীয়রা পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content