প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৬:৩৪:১৮ অনলাইন সংস্করণ
এ,কে,মিলন, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প (HFMLIP) এর কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন উন্নয়ন সহযোগী জাইকা মিশনের কর্মকর্তারা। ৩০ আগস্ট দিন ব্যাপি সুনামগঞ্জের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
প্রতিনিধি দলে ছিলেন- জাইকা বাংলাদেশ মিশনের চীপ রিপ্রেজেন্টেটিভ মিঃ হাওয়া কাওয়া ইয়াহু, সিনিয়র রিপ্রেজেনটেটিভ মিসেস মিউরা মারি, জাইকা হেড কোয়ার্টার ডেপুটি ডাইরেক্টর মিস ইউকিকা হাসহিমওতু, জাইকা হেড কোয়ার্টার ডেপুটি ডাইরেক্টর মিঃ কওকি সেরা, জাইকা বাংলাদেশ অফিসের কর্মকর্তা মিঃ ইটও ডাইসুকে, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিঃ আনিসুজ্জামান চৌধুরী প্রমুখ।
জাইকা প্রতিনি দলের সাথে হাওরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে সার্বিক চিত্র তুলে ধরেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম।