• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ও এম এস পরিদর্শনে উপসচিব হুরে জান্নাত

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৯:২০:৩৬ অনলাইন সংস্করণ

    এ কে মিলন সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উদ্বোধন করেন ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন, খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব হুরে জান্নাত, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

    জেলা খাদ্য নিয়ন্ত্রকের কায্যালয় সূত্রে জানাযায়, খাদ্য বান্ধব কর্মসূচির আওয়তায় জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভায় ৩৩ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১৩ হাজার ২শত জন ভোক্তার মধ্যে ৩০ টাকা কেজি দরে ৬৬ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এর মধ্যে সুনামগঞ্জ শহরের ৯ জন ডিলার রয়েছেন।

    শহরের পুরাতন বাসটেন্ড কেবি মুর্শেদ এর ডিলার পয়েন্টের এর উদ্ধোধন করেন। উদ্ভোধন শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম ৯ টি ডিলার পয়েন্ট ঘুরে দেখান উপ সচিব হুরে জান্নাতকে। উল্লেখ্য একজন ও এম এস ডিলার প্রতিদিন দুই টন চাল ৪ শ জনকে দিতে পারবেন।

    আরও খবর

    Sponsered content