বায়েজিদ অপি, শান্তিগঞ্জ।। ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে আগামী তিন মাস সপ্তাহে ৫ দিন (শুক্রবার ও শনিবার ব্যাতিত) ৩০ টাকা ধরে ৫ কেজি চাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে নির্ধারিত ডিলার এর মাধ্যমে প্রতি কার্ড ধারীর কাছে বিক্রয় করবে সরকার।
এ সম্পর্কে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান জানান টিসিবি কার্ডধারী ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন (১ কার্ড এ মাসে সর্বোচ্চ ২ বার) তামিম এন্টারপ্রাইজ, ডুংরিয়া রোড এবং রাজীব এন্টারপ্রাইজ, সুলতানপুর রোড এর সামনে থেকে এ চাল বিক্রি করা হবে। প্রতিদিন দুইটি কেন্দ্র থেকে ৪ টন চাল বিক্রয় করা হবে অর্থাৎ প্রতিদিন ৪০০ জন ব্যক্তি ৫ কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন। তিনি আরো বলেন তিন মাসে ৫২,৮০০ পরিবার এ সহযোগিতা পাবেন। সকলের সহযোগিতা প্রত্যাশা করা হলো। বিস্তারিত তথ্যের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করা যেতে পারে। কোন দূর্নীতি অনিয়ম হলে আআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।