• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে ৩০ টাকা কেজি ধরে চাল বিক্রয় শুরু

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫০:৫৪ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি, শান্তিগঞ্জ।। ১ সেপ্টেম্বর, ২০২২ থেকে আগামী তিন মাস সপ্তাহে ৫ দিন (শুক্রবার ও শনিবার ব্যাতিত) ৩০ টাকা ধরে ৫ কেজি চাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে নির্ধারিত ডিলার এর মাধ্যমে প্রতি কার্ড ধারীর কাছে বিক্রয় করবে সরকার। 

    এ সম্পর্কে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান জানান টিসিবি কার্ডধারী ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন (১ কার্ড এ মাসে সর্বোচ্চ ২ বার) তামিম এন্টারপ্রাইজ, ডুংরিয়া রোড এবং রাজীব এন্টারপ্রাইজ, সুলতানপুর রোড এর সামনে থেকে এ চাল বিক্রি করা হবে। প্রতিদিন দুইটি কেন্দ্র থেকে ৪ টন চাল বিক্রয় করা হবে অর্থাৎ প্রতিদিন ৪০০ জন ব্যক্তি ৫ কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন। তিনি আরো বলেন তিন মাসে ৫২,৮০০ পরিবার এ সহযোগিতা পাবেন। সকলের সহযোগিতা প্রত্যাশা করা হলো। বিস্তারিত তথ্যের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করা যেতে পারে। কোন দূর্নীতি অনিয়ম হলে আআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    আরও খবর

    Sponsered content