• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে প্রতিমা নির্মাণে ব্যাস্ত সময় কাটাচ্ছেন কারিগররা

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ৩:০৪:৪২ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ আকাশে সাদা মেঘের ভেলা আর পথে প্রান্তরে ফুটে থাকা কাশফুল দেখে বুঝা যায় এখন শরৎকাল। আর শরৎকাল মানেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব । এই দুর্গাপূজাকে ঘিরে শান্তিগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিটি পূজা মণ্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরির। কে কার থেকে কত ভালো, কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পূজা মণ্ডপে। পূজা মণ্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরির কারিগর নিয়ে এসে প্রতিমা তৈরি করছে । এ বছর উপজেলায় বিভিন্ন স্থানে ২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কিছুদিনই পরেই রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিমাগুলো।

    জানা গেছে, একটি চালার মধ্যে প্রতিমা তৈরি করা হচ্ছে। দেবী দুর্গার সঙ্গে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষী ও স্বরসতী। এখন পর্যন্ত মুখমণ্ডলসহ দেহের অবয়ব গঠন করা হয়েছে। প্রতিমাগুলো তৈরির কাজ শেষ পর্যায়ে, আর কিছুদিনই পরেই রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিমাগুলো। এ প্রসঙ্গে শান্তিগঞ্জ উপজেলার পাগলা সনাতন সংঘ এর পুরোহিত জয় চক্রবর্তী জানান- ১লা অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে । এ বছর দেবী মা দুর্গা গজে আগমন করবেন যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে, এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে । এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতি ভুষণ তালুকদার জন্টু ও সাধারণ সম্পাদক সুরুঞ্জিত তালুকদার টপ্পা জানান -উপজেলার পূজা মণ্ডপ গুলোকে ডেকে নির্দেশনা দিয়েছি ডিজে পার্টির নামে অশ্লীলতার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করার জন্য, বিশেষ ভাবে দরগাপাশা ইউনিয়নের পূজা মণ্ডপ, জয়কলস ও পাগলা পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার প্রয়োজন। ২০২১ সালে আমরা প্রশাসনের কাছে এ দাবি উত্থাপন করেছি, আশা করছি এবার আমরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পূজা মণ্ডপ পাবো, এর পাশাপাশি প্রশাসন সর্বাত্মক সজাগ রয়েছে এবং তাদের দৃষ্টি রয়েছে আমাদের মণ্ডপ গুলির উপর কোনও প্রকার বিশৃঙ্খলা কেউ যেন ঘটাতে না পারে আমরা সতর্কতার সহিত বিষয়টি পর্যবেক্ষণ করছি। এবং প্রতিমা তৈরির কারিগরদের প্রাপ্ত মজুরি নিয়ে কোন অসন্তুষ্টি নেই, এবার আমরা নিজেই তাদের পারিশ্রমিক দিচ্ছি।

    এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন আমাদের আশ্বস্ত করেছেন পূজা মণ্ডপগুলোতে সব প্রকার সাহায্য সহযোগিতা পাবে। প্রশাসন সর্বাত্মক কোনও প্রকার বিশৃঙ্খলা কেউ যেন ঘটাতে না পারে সে ব্যাপারে খুব গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে। শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক সমিরন চন্দ্র দাস জানান শান্তিগঞ্জ উপজেলার ২২ টি মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রচুর উৎসাহ উদ্দিপনা নিয়ে প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কিছুদিনই পরেই রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিমাগুলো। প্রতিটি দূর্গা মন্দিরে পূজা উদযাপন পরিষদের নেতারা পরিদর্শন করছেন। বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

    আরও খবর

    Sponsered content