প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৭:২৮:৩৪ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
(১০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে অনুষ্ঠানে সভাপতিত্বে সভাপতিত্ব করেন পূর্ববীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত, শান্তিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফ্ফার, পূর্ব বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুজ্জামান, পূর্ব বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন এবং পূর্ব বীরগাঁও প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য হিমেল খান রুকন ।
এসময় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান, পূর্ব বীরগাঁও ইউপি সদস্য রুজেল আহমেদ, ছাইম উদ্দিন, মনির উদ্দিন, মাছুম আহমেদ, আব্দুল বাছির,দিদারুল হক দিদার, জুবায়েল আহমেদ শাহাদাত হোসেন পাশা, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সমীরণ দাশ সুবীর এবং মিলাদ হোসেন সাদ্দাম সহ প্রমুখ।
এসময় বিভিন্ন অংগ সংঘটনের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।