প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৩:৩৬:৩৩ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সৈয়দপুর(সিচনী) সার্বজনীন দূর্গা মন্দিরের দীর্ঘদিন পর নাত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
(৭সেপ্টেম্বর) বুধবার দুপুর ১ঘটিকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন।
উপজেলা আওয়ামীলীগ নেতা ননী গোপাল দাশ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন, ইউপি সদস্য ললীত মোহন দাশ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সেলিম রেজা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জী, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমিরণ দাশ, আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দিন এবং সাবেক দরগাপাশা ইউপি সদস্য বদরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য পায়েল আহমেদ শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম সহ প্রমুখ।
এসময় স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন অংগ সংঘটনের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।