প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৪:৩৮ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ শান্তিগঞ্জ সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজি টমটম সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা সুনামগঞ্জ টু সিলেট হাইওয়ে শান্তিগঞ্জ বাজারে সড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান: সুনামগঞ্জ টু সিলেট হাইওয়ে থেকে শান্তিগঞ্জ এসে ফ্রেশ কোম্পানির ট্রাকটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি’র যাত্রী ২জন আহত হন। এবং দ্রুত ট্রাকটিকে আটক করা হয়। এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।
এ ঘটনায় আহত ২ জনের অবস্থা আশংকাজনক। ট্রাকটি জব্দ করা হয়েছে।