প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৪:৩২:৫২ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্ম প্রতিরোধে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) বিকালে শান্তিগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ ।
শান্তিগঞ্জ থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী,শান্তিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, সাবেক দরগাপাশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন ,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন,দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফী মিয়া, সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিক খান,পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতি ভুষন তালুকদার জন্টু, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরুঞ্জিত তালুকদার টপ্পা, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন তত্ত্বাবধায়ক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল দাশ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিতাই দাশ সহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জুয়ার খারাপ দিক ও এসবের প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া সচেতনতা বাড়াতে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেম ধারণ করার অনুরোধ করা হয়।