• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জে আন্তঃ জেলা ডাকাত গ্রেপ্তার

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৬:০৩ অনলাইন সংস্করণ

    শান্তিগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য এক ডাকাতকে উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

    শনিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর নির্দেশনায় এস আই সুব্রত কুমার দাস সংঘীয় ফোর্স এএসআই আখতার, এএসআই দিবাস, এএসআই সারোয়ার, কন্সটেবল মিন্টু, কন্সটেবল ফরিদ ছদ্দ বেশে লুঙ্গি পড়ে ও হুজুর সেজে এক বিশেষ অভিযান চালিয়ে আরশ আলী (৪০) নামে ওই ডাকাতকে তারবাড়ির পাশ থেকে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

    গ্রেফতারকৃত ডাকাত আরশ আলী (৪০) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর এলাকার গেদা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মোট ০৮ (আট) টি মামলা আদালতে বিচার ও তদন্তাধীন।

    শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাত আরশ আলীর নামে বিভিন্ন থানায় ০৮ টি মামলা রয়েছে। গোপন সুত্রের ভিত্তিতে অভিনব কায়দায় তাকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content