প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৪:২৪:৩৩ অনলাইন সংস্করণ
আব্দুল-কাইয়ূম,নবীগন্জ,উপজেলা প্রতিনিধি:-রানীগঞ্জ কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতু উদ্বোধনের অপেক্ষায়। অনেক দিনের স্বপ্ন সেতু দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন। এর মধ্যে সেতুর উপরে উঠে গতির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে কিছু লোকজন।
স্থানীয়রা জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে উত্তরপাঁড় দিয়ে আসা একটি মটরসাইকেল বিপরিত দিয়ে আসা আরেকটি মটরসাইকেল এর মুখামুখি সংর্ঘষ হয়। এতে দুটি মটরসাইকেল এর সামন সাইড ভেঙ্গে দুইজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুইজনকে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন কলকলিয়া ইউনিয়নের সাহাঙ্গীগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে জোসেফ আহমদ (৩০) ও পৌর সদরের জগন্নাথপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রুপন মিয়া (২৩)।
প্রত্যক্ষদর্শী সোয়েব আহমদ জানান, বৃষ্টির দিনের সেতুর উপরে অংশ পিচ্ছিল হয়ে গিয়েছিল। দূর্ঘটনা কবলিত মটরসাইকেল এর ড্রাইভারদের আমরা বার বার সর্তক করেছিলাম। সর্তক করার দুই মিনিট পর ঘটনাটি ঘটে। আমরা দেখেছি সেতুর উপরে উঠে গতি প্রতিযোগিতা শুরু হয়। এ ধরনের ড্রাইভারগুলোর জন্য সেতু দেখতে আসা লোকজন ভয়ের মধ্যে থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর জানান, মটরসাইকেল দূর্ঘটনায় আহত দুইজন ব্যক্তি হাসপাতালে এসেছিল। গুরুতর আহত হওয়ায় আমরা সিলেট প্রেরণ করেছি।