• সুনামগঞ্জ

    দেশের অবস্থা খুবই ভালো আছে, সামনে আরও ভালো হবে- পরিকল্পনা মন্ত্রী

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৩:১১:৫৬ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন দেশের অবস্থা খুবই ভালো আছে, সামনে আরও ভালো হবে।

    বাংলাদেশ সরকার গরীবের জন্য কাজ করছে এবং সব সময় কাজ করবে। তবে আমাদের সহযোগিতা করতে হবে।

    শুধু সহায়তার অপেক্ষায় থাকলে হবে না, কাজ করতে হবে। সুনামগঞ্জের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দিয়েছে, ত্রান ও আর্থিক সহোযোগিতা করেছে, আরও দেয়া হবে। পরিশেষে কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট – কে ধন্যবাদ জানান।

    শনিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

    এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম, এসএসটিএস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী রাগব আলী, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন জার্নালিস্ট এর সিনিয়র সদস্য ইসমাইল আহসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content