প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৬:৪৫ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপি,শান্তিগঞ্জ সুনামগঞ্জঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন।।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের মানুষজন যুগ যুগ ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের স্ব স্ব অবস্থানে থেকে ধমীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানটিকে ধারন করে বাংলাদেশের মধ্যে, অন্যতম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খৃষ্টান ধর্মের অনুৃসারীরা যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখে ধমীয় উৎসব পালন রেখে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।