মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২২- ২০২৩ অর্থ বছরের ৩৬ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
আজ বরিবার দুপুর ১২ ঘটিকার সময় দিরাই পৌর ভবনে মানবিক মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের মূল্যবান বাজেট ঘোষণা করা হয়। বাজেটে পৌর রাজস্ব আয় ২ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার এবং সরকারি ও অন্যান্য খাতে ৩৩ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার ৭৭৬ টাকা আয়ের লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে।
প্রস্তাবিত বাজেটে পৌর এলাকার সড়ক নির্মাণে সর্বোচ্চ বাজেট ১৭ কোটি ৫০ লক্ষ টাকা ও দ্বিতীয় সর্বোচ্চ ওয়াটার প্লানটেশন কর্মসূচিতে ৯ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া রাস্তা মেরামত ব্রিজ, কালভার্ট, ড্রেন নির্মাণ নলকূপ স্থাপন, মশক নিধন কর্মসূচিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পৌর পরিষদের কর্মচারী গন উপস্থিত ছিলেন।