• প্রবাস বাংলা

    দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৩:০৪:০৫ অনলাইন সংস্করণ

    কামরুল হক, লন্ডন, যুক্তরাজ্য থেকেঃ গত সোমবার লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে “দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে” এর নির্বাচিত নতুন কমিটির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    “দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে” এর সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রয়েল মিয়ার মনোমুগ্ধকর উপস্থাপনায় উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ টিপু চৌধুরী।

    সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের কোষাধ্যক্ষ শাহজাহান মিয়া। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সেলিম সরদার। তিনি তার বক্তব্যে বিগত বছরে সংগঠনের পক্ষে যে সমস্ত কাজকর্ম সম্পাদন হয়েছে তার একটি ফিরিস্তি সবার সামনে তুলে ধরেন। সভায় খুব শীঘ্রই সমস্ত দিরাই বাসীর পরিবার পরিজন নিয়ে একটি ফ্যামেলি গেট টুগেদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন জগনু, সাবেক সভাপতি মিলিক মিয়া ও লুৎফুর রহমান খোকন।‌ সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরী, আবুল হাসনাত, আজমল হোসেন চৌধুরী জাবেদ। আরো উপস্থিত ছিলেন জাহান মিয়া, কামরুল হক, মিজান চৌধুরী, আক্তার হোসেন, মাসুক আহমেদ সর্দার, শফিকুল ইসলাম, লিটন মিয়া, লোকমান হাকিম, জাবেদ সরদার, সাহান মিয়া, খসরু মিয়া, মামুন সরদার, লেচু মিয়া, সৈয়দ জিয়াউর রহমান ও ফয়সাল হাসান প্রমুখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content